×

অপরাধ

সেই কবরে মাহমুদুর রহমান নয়, হারিছ চৌধুরী: ডিএনএ টেস্টে প্রমাণিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫ পিএম

সেই কবরে মাহমুদুর রহমান নয়, হারিছ চৌধুরী: ডিএনএ টেস্টে প্রমাণিত

ছবি : সংগৃহীত

   

বিএনপি নেতা আবুল হারিছ চৌধুরীর পরিচয় নিয়ে দীর্ঘদিন ধরে যে জটিলতা এবং ধোঁয়াশা ছিল, তা সম্প্রতি পরিষ্কার হয়েছে। সাভারে দাফন করা মরদেহই ছিল হারিছ চৌধুরীর। তার পরিবারের সঙ্গে মরদেহের ডিএনএ মিলে যাওয়ায়, এখন তারা পছন্দমতো জায়গায় তার লাশ দাফন করতে পারবেন।

২০২৪ সালের ৪ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চে সিআইডির (ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) পক্ষ থেকে প্রতিবেদন জমা দেওয়ার পর আদালত এ আদেশ দেন। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, "মাহমুদুর রহমান" নামে সাভারের একটি মাদ্রাসা কবরস্থানে দাফন হওয়া মরদেহের ডিএনএ হারিছ চৌধুরীর পরিবারের সদস্যদের সঙ্গে মিলে গেছে।

এই সিদ্ধান্তের পর, হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেন, স্বৈরাচারী সরকারের গোয়েন্দা বিভাগ আমাদের বাবার মৃত্যু নিয়ে নাটক তৈরি করেছিল। মিডিয়ার রিপোর্ট আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক ছিল এবং মানুষের প্রশ্নে আমাদের বারবার হয়রানির শিকার হতে হয়েছে। তাই আমরা আদালতের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করতে চেয়েছিলাম।

২০২৪ সালের ৫ সেপ্টেম্বর হাইকোর্ট সিআইডিকে নির্দেশ দেন, সাভারের মাদ্রাসা কবরস্থানে দাফন হওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হোক। এরপরই সামিরা তানজিন আদালতে রিট আবেদন করেন এবং তার বাবার পরিচয় নিশ্চিত করার জন্য কবর থেকে মরদেহ তুলে ডিএনএ পরীক্ষা করা হয়।

এটি প্রথমে গণমাধ্যমে ২০২১ সালের ৪ সেপ্টেম্বর খবর আসে, যেখানে বলা হয়েছিল যে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব এবং বিএনপির সাবেক নেতা হারিছ চৌধুরী সাভারের একটি মাদ্রাসার কবরস্থানে "মাহমুদুর রহমান" নামে দাফন হয়েছেন।

উল্লেখযোগ্য যে, ২০০৭ সালের জরুরি অবস্থার পর হারিছ চৌধুরী সিলেটে তার গ্রামের বাড়িতে গোপনে অবস্থান করছিলেন। পরবর্তীতে তিনি ভারতে করিমগঞ্জে চলে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App