সাবেক মেয়র রফিকুল গ্রেপ্তার

কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৮:০৭ পিএম

ছবি : সংগৃহীত
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলামকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া রফিকুল ইসলাম জীবননগর পৌরসভার সাবেক মেয়র এবং পোস্ট অফিস পাড়ার মৃত সিরাজ মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পৌরসভার মেয়র পদে দায়িত্ব পালন করেছিলেন এবং এলাকাবাসীর মধ্যে তার পরিচিতি রয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, সাবেক মেয়র রফিকুল ইসলামকে চাঁদাবাজি ও গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পুলিশ তার বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত চালিয়ে যাচ্ছে।
এদিকে, গ্রেপ্তারের পর বৃহস্পতিবার রাতে রফিকুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি চাঁদাবাজির পাশাপাশি তার বিরুদ্ধে আরও কয়েকটি অপরাধের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছেন।
এ বিষয়ে ওসি আরো জানান, শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে রফিকুল ইসলামকে আদালতে পাঠানো হবে।