ব্যারিস্টার সুমনকে ডিম ও জুতা নিক্ষেপ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৮:০২ পিএম

ছবি: সংগৃহীত
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হকের (ব্যারিস্টার সুমন) ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান এ আদেশ দেন। আদালতের পরিদর্শক শেখ নাজমুল হক এ তথ্য জানান।
গত ১৬ জুলাই চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১১ সেপ্টেম্বর সায়েদুল হকসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়। ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) লিটন রায় ব্যারিস্টার সুমনের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। এদিন শুনানির তারিখ ধার্য হলেও তাকে ঢাকা থেকে বুধবার (২০ নভেম্বর) হবিগঞ্জ কারাগারে আনা হয়।
এদিন বেলা ১টার দিকে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে ব্যারিস্টার সুমনকে আদালতে আনে পুলিশ। এসময় আদালত প্রাঙ্গণে তার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পুলিশ তাকে নিয়ে আদালতে যায়। এসময় ব্যারিস্টার সুমনকে বহনকারী প্রিজনভ্যানে ডিম ও জুতা ছুড়তে দেখা যায়। পরে রিমান্ড শুনানি শেষে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।