সাভারে মাজারে হামলায় ২ জন কারাগারে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৮:২৩ পিএম

আসামি হাসিবুর হক সাইদ ও এমদাদুল হক। ছবি: ভোরের কাগজ
সাভারের বনগ্রামের চাকুলিয়ায় শাহ্ সুফি সৈয়দ মাওলানা কাজী আফসার উদ্দিন মাজারে হামলা ও হত্যাচেষ্টা মামলায় ২ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আসামিরা হলেন- হাসিবুর হক সাইদ ও এমদাদুল হক। রবিবার (১৭ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ এ আদেশ দেন।
এদিন আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে সাভার মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক আরফান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: ফের ভুয়া নারী চিকিৎসক আটক
এর আগে গত ২৯ সেপ্টেম্বর সাভারে চাকুলিয়ায় শাহ্ সুফি সৈয়দ মাওলানা কাজী আফসার উদ্দিন আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী মাজার ও তার পুত্র সুফি সাধক কাজী জাবের আহমেদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ অক্টোবর কাজী জাবেরের ভাই কাজী গোলাম রসুল সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টার দিকে তৌহিদী জনতার নামে প্রায় ৫০০ জন লাঠিসোটা, রাম দা, কুঠার, লোহার পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বাড়িতে হামলা করেন। তারা বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এতে বাড়ির আসবাবপত্র, জানালার কাঁচসহ বিভিন্ন জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়। অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়া হয় দুটি মোটরসাইকেল। এছাড়া ২০ লাখ টাকার মতো মালামাল লুট করা হয়। একপর্যায়ে হামলাকারীরা ওই বাড়িতে থাকা মাওলানা আফসার উদ্দিন বাবার মাজারে ভাঙচুরের চেষ্টা করে। খবর পেয়ে রাত ১২টার দিকে সেনাবাহিনী ও সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ হামলায় ২০ থেকে ২৫ জন আহত হন।