×

অপরাধ

শিশু মুনতাহা হত্যাকাণ্ড

রিমান্ড শেষে আসামিরা কারাগারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৯:৩৫ পিএম

রিমান্ড শেষে আসামিরা কারাগারে

রিমান্ড শেষে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ছবি: সংগৃহীত

   

সিলেটের কানাইঘাটে শিশু মুনতাহা আক্তার জেরিন হত্যা মামলার চার আসামির পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (১৬ নভেম্বর) সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ওমর ফারুকের আদালতে চার আসামিকে হাজির করার পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

শিশু মুনতাহা হত্যাকাণ্ডের ঘটনায় আসামিরা হলেন- কানাইঘাট থানার বীরদল ভাড়ারীফৌদ গ্রামের মৃত ময়না মিয়া আলিফজান (৫৫) ও তার মেয়ে শামীমা বেগম মার্জিয়া (২৫), একই এলাকার ইসলাম উদ্দিন (৪০) ও নাজমা বেগম (৩৫)।

এ ব্যাপারে সিলেট জেলা জজ আদালতের পরিদর্শক মো. জমসেদ আহমদ বলেন, আলোচিত মুনতাহা আক্তার জেরিন হত্যা মামলার আসামি শামীমা বেগম মার্জিয়া হত্যার বিষয়টি প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছেন এবং তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন বলে জানান। তাই রিমান্ড শেষে আসামিদের আদালতে তোলা হয়। কিন্তু আদালতে এসে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি তিনি। পরে আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দেয়া হয়।

আরো পড়ুন: শিশু জাইফাকে অপহরণ করতেই সাবলেট নেন শাপলা

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরে শিশু মুনতাহা। দুপুরের দিকে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। কিন্তু বিকেলে বাড়ি না ফিরলে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে কোথাও তাকে পাননি। পরবর্তীতে ৯ নভেম্বর কানাইঘাট থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা করেন মুনতাহার বাবা।

এরপর ১০ নভেম্বর ভোররাতে বাড়ির পাশে খাল থেকে মুনতাহার মরদেহ উদ্ধার করে পুলিশ সেটাকে হত্যা মামলা হিসেবে রেকর্ড করে। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় চারজনকে। পরে গত ১১ নভেম্বর মুনতাহা হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া চার আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App