কিশোর রাজু হত্যা
২০ মাস পার ৩ খুনি গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৬:০০ পিএম

কিশোর রাজু হত্যায় ৩ খুনি গ্রেপ্তার। ছবি: ভোরের কাগজ
ভ্যান ছিনতাইয়ের জন্যই মাত্র ১৪ বছর বয়সী রাজুকে হত্যা করা হয়। সেই ভ্যান ১৭ হাজার টাকায় বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেয় হত্যাকারীরা। কিশোর ভ্যান চালক রাজু হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তারের বিষয়ে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এ কথা জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মিডিয়া শাখার বিশেষ পুলিশ সুপার (এসএসপি) আজাদ রহমান।
এ হত্যাকাণ্ডের ২০ মাস পর ঢাকা জেলার সাভার থানা ও পাবনা জেলার সাঁথিয়া থানায় অভিযান চালিয়ে ৩ খুনিকে গ্রেপ্তার করা হয়। খুনিরা হলো- মো. সাগর আলী (২৫) ও তার অপর দুই সহযোগী মো. তমাল শেখ (৩০) এবং খোকন খাঁ (৪০)।
সিআইডির এসএসপি আজাদ রহমান জানান, গত বছরের ২৮ ফেব্রুয়ারি সকালে কিশোর ভ্যান চালক রাজু তার নিজ ভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দিনশেষেও বাড়ি ফিরে না আসায় তার পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। পরের দিন তার মা বেড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরবর্তীতে ২ মার্চ সকালে স্থানীয় লোকজন কিশোর রাজুর বস্তাবন্দি মৃতদেহ বেড়া থানাধীন বাকসোহাপাড়া গ্রামসংলগ্ন যমুনা নদী ধারে দেখতে পায়।
আরো পড়ুন: চাকরি ছাড়া নিয়ে মুখ খুললেন আবু সাঈদের দুই ভাই
তিনি বলেন, এই ঘটনায় ভুক্তভোগী রাজুর মা বাদী হয়ে বেড়া থানায় ওইদিনই হত্যা মামলা করে। সম্প্রতি আদালতের নির্দেশে সিআইডি, পাবনা জেলা মামলাটির তদন্তের দ্বায়িত্ব পায়। তদন্তের ধারাবাহিকতায় গত মঙ্গলবার হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত মো. সাগর আলীকে সাভার থানাধীন আমিনপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সাগর হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে তার সহযোগী মো. তমাল শেখ ও খোকন খাঁয়ের নাম প্রকাশ করে। পরবর্তীতে ওই দুজনকে পাবনা জেলার সাঁথিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার দিন গ্রেপ্তারকৃতরা নগরবাড়ী ঘাটে বিকেল বেলায় রাজুকে হত্যা করে তার ভ্যান ছিনতাই করে এবং তা ১৭ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়।