সাবেক এমপি পিনু খানের ছেলে রনির জামিন স্থগিত

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৯:৩৬ পিএম

সাবেক এমপি পিনু খানের ছেলে রনির জামিন স্থগিত করেছেন আদালত। ছবি: সংগৃহীত
রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় দণ্ডিত বখতিয়ার আলম ওরফে রনির জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। বখতিয়ার আলম ওরফে রনি আওয়ামী লীগের সাবেক এমপি পিনু খানের ছেলে। রবিবার (১০ নভেম্বর) হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
একই সঙ্গে রাষ্ট্রপক্ষের করা আবেদন চেম্বার আদালতে শুনানির জন্য মঙ্গলবার (১২ নভেম্বর) তারিখ নির্ধারণ করেন আদালত।
আরো পড়ুন: পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র গোলাবারুদ আন্ডারওয়ার্ল্ডে
২০১৫ সালের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে একটি গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। গুলিতে রিকশাচালক আবদুল হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। এ ঘটনায় হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় মামলা করেন।
২০১৯ সালের ৩০ জানুয়ারি এ হত্যা মামলার রায় দেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ। রায়ে বখতিয়ার আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। সাজার রায়ের বিরুদ্ধে আপিল করে হাইকোর্টে জামিন চেয়ে রনি আবেদন করেন। শুনানি নিয়ে হাইকোর্ট ৫ নভেম্বর তাকে জামিন দেন।