বঙ্গবন্ধু এভিনিউতে নারীসহ আ. লীগের কয়েকজন কর্মীকে মারধর, পুলিশে সোপর্দ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৪:৩৭ পিএম

বঙ্গবন্ধু এভিনিউতে নারীসহ আ. লীগের কয়েকজন কর্মীকে মারধর
বঙ্গবন্ধু এভিনিউতে একজন নারীসহ আওয়ামী লীগের অন্তত তিনজন কর্মীকে মারধর করা হয়েছে। সেখানে আগে থেকেই অবস্থান নিয়েছিল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিবিসি বাংলার সংবাদদাতা মুকিমুল আহসান জানিয়েছেন, মারধর হেনস্থার পরে পুলিশ এসে তাদেরকে নিয়ে যায়।
রমনা জোনের পুলিশের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বিবিসি বাংলাকে বলেছেন, এখন পর্যন্ত জিরো পয়েন্ট থেকে একজনকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে কী কারণে তাকে মারধর করা হচ্ছিল সে বিষয়ে জিজ্ঞাসা করা হবে। রবিবার পূর্বঘোষণা অনুযায়ী আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল হওয়ার কথা ছিল।
ওই কর্মসূচি প্রতিহত করতে মধ্যরাত থেকেই রাজধানীর নূর হোসেন চত্বর ও আওয়ামী লীগ পার্টি অফিসের আশপাশে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সকাল থেকে তাতে যোগ দেয় বিএনপি, গণঅধিকার পরিষদসহ আরো কয়েকটি সংগঠনের কর্মীরা।
বিক্ষোভ মিছিল করতে আসা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কয়েকজনকে পুলিশের হাতে তুলে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।