সাবেক এমপি বদির ম্যানেজার জাফর গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১১:৫০ এএম

সাবেক এমপি আব্দুর রহমান বদি ও জাফর আহমেদ। ছবি: সংগৃহীত
কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদির ম্যানেজার ও টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত মধ্য রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব।
কক্সবাজার র্যাব ১৫ অতিরিক্ত পুলিশ সুপার (ল অ্যান্ড মিডিয়া অফিসার) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টেকনাফ উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি বদির ম্যানেজার জাফরকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে গ্রেপ্তার করা হয়। তাকে কক্সবাজারে আনা হচ্ছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
গ্রেপ্তার জাফর আহমেদ ইয়াবাসম্রাট খ্যাত সাবেক এমপি আব্দুর রহমান বদির ম্যানেজার ছিলেন এবং তার সব অপকর্মের সঙ্গী ছিলেন। জাফর আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি।
আরো পড়ুন: সাবেক এমপি তানভীর ইমামের ২৮ কোটি টাকার সম্পদের খোঁজ, স্ত্রী-মেয়েসহ তলব
র্যাব সূত্রে জানা গেছে, টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় জাফরকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে জাফর আহমেদের নাম আছে। তালিকায় মাদকের গডফাদার হিসেবে জাফরের দুই ছেলের নামও আছে।
টেকনাফে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে আবদুর রহমান বদিকে প্রধান আসামি করে ৩৩ জনের নামে থানায় একটি মামলা হয়। এ মামলায় টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমেদকেও আসামি করা হয়েছে।
কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে টেকনাফ থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাত প্রায় ৭০ জনকে আসামি করা হয়।