×

অপরাধ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৯:১৮ পিএম

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস গ্রেপ্তার

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তার সাবেক এপিএস রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন

   

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সাবেক এপিএস, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রাশেদুল কাওছার ভূঁইয়া জীবনকে (৫৫) গ্রেপ্তার করেছে ঢাকার পল্টন থানা পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) রাতে ঢাকার কাকরাইল এলাকার একটি হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

রাশেদুল কাওছার ভূঁইয়া জীবনকে ঢাকার পল্টন থানার একটি হত্যা মামলা সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে রবিবার (২০ অক্টোবর) সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে পুলিশ। 

রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কোনাঘাটা গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস ছিলেন। 

আরো পড়ুন: সাবেক এমপি টগরসহ ১২২ জনের নামে মামলা, গ্রেপ্তার ১

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রাশেদুল কাওছার জীবন ঢাকায় বসবাস করতেন। শনিবার রাতে ঢাকার কাকরাইল এলাকায় চিকিৎসা করতে একটি হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকার পল্টন থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির ডাকা এক দফা আন্দোলনের সময় বিএনপির দলীয় কার্যালয়ে ভাংচুর ও লুটপাট হয়। এ সময় বিএনপির কর্মী মকবুল হোসেন গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর ঢাকার পল্টন থানায় একটি হত্যা মামলা হয়েছে। ওই হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে রাশেদুল কাওছার ভূঁইয়া জীবনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

কসবা থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস বলেন, রাশেদুল কাওছার ভূঁইয়া জীবনকে ঢাকার পল্টন থানার একটি হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। কসবা থানায় এ পর্যন্ত তার বিরুদ্ধে কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। কেউ লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App