×

অপরাধ

সাবেক ভূমিমন্ত্রী ও তার পরিবারের ৫৮০ বাড়ি: কোন দেশে কত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ০৬:৩৪ পিএম

সাবেক ভূমিমন্ত্রী ও তার পরিবারের ৫৮০ বাড়ি: কোন দেশে কত

ছবি: সংগৃহীত

   

যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টিসহ অন্যান্য দেশেও বাড়ি/অ্যাপার্টমেন্ট/জমিসহ অন্যান্য স্থাবর সম্পদ অর্জন করেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

দুদক জানায়, সংশ্লিষ্ট দেশের ভূমি রেজিস্ট্রি, অন্যান্য তথ্যাদি এবং রেকর্ডপত্র পর্যালোচনায় এমন তথ্য উঠে এসেছে। সম্পদগুলো নিজের ও পরিবারের নামে ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে কিনেছেন সাইফুজ্জামান চৌধুরী। সেসময় বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। 

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ছিলেন সাইফুজ্জামান চৌধুরী। পরে তার স্ত্রী রুকমীলা জামান ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন। এ ব্যাংক থেকে নামে-বেনামে তারা ঋণ গ্রহণ করেছেন বলেও সত্যতা পেয়েছে দুদক।

বাংলাদেশে সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সদস্যদের নামে আয়কর নথি পর্যালোচনায় দেখা যায়-বিদেশি এসব সম্পদ অর্জনের বিষয়টি বাংলাদেশের আয়কর নথিতে উল্লেখ করেননি। বাংলাদেশের আইন মোতাবেক বিদেশে সম্পদ অর্জনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে অর্থ প্রেরণের জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন গ্রহণ করেননি তিনি। 

সাইফুজ্জামান চৌধুরী নির্বাচনী হলফনামায় বিদেশে সম্পদ অর্জনের তথ্য প্রদান করেননি বলে রেকর্ডপত্রের আলোকে প্রতীয়মান হয়। অনুসন্ধানকালে সরকারের প্রতিমন্ত্রী/মন্ত্রী থাকাকালে ও ব্যাংকের চেয়াম্যান হিসেবে তিনি এবং তার স্ত্রী রুকমীলা জামানের চেয়ারম্যান হিসেবে ক্ষমতার অপব্যবহার, ঘুস-দুর্নীতির মাধ্যমে অপরাধলব্ধ অর্থ অর্জনপূর্বক তা স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করে বিভিন্ন মাধ্যম ব্যবহারপূর্বক বাংলাদেশ থেকে অর্থ পাচার করেছেন। আর লেয়ারিংয়ের আশ্রয়ে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রে সম্পদ ক্রয়ের মাধ্যমে ইন্টিগ্রেশন সম্পন্ন করেন তারা। একই ভাবে তিনি ও তার স্ত্রী রুকমীলা জামান সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রে বিভিন্ন ব্যাংকে ব্যক্তি/প্রতিষ্ঠানের নামে হিসাব খুলে হিসাবগুলোর মাধ্যমে অবৈধ অর্থ লেনদেন করেছেন।

৭ অক্টোবর সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রী দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়া আবশ্যক। 

এছাড়া আওয়ামী লীগ সরকার পতনের পর সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের নামে থাকা সব ধরনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। পরে অর্থ পাচার আইনে সাইফুজ্জামানের ভাই আনিসুজ্জামান চৌধুরী, আনিসুজ্জামান স্ত্রী ইমরানা জামান চৌধুরী ও মেয়ে আনিছা জামানের ব্যক্তিগত হিসাব এবং তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে পরিচালিত হিসাবের লেনদেন প্রথম দফায় ৩০ দিনের জন্য স্থগিত করার নির্দেশনা দেয়া হয়। 

২০১৩ উপনির্বাচনে চট্টগ্রাম-১২ আসন থেকে সংসদ-সদস্য নির্বাচিত হন সাইফুজ্জামান চৌধুরী। এরপর ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ আসন থেকে আবার নির্বাচিত হন। ২০১৪ সালের ১২ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৭ জানুয়ারি পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাইফুজ্জামান চৌধুরী চট্টগ্রাম-১৩ আসন থেকে নির্বাচিত হন। পরে ২০১৯ সালের ৭ জানুয়ারি ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-১৩ আসন থেকে আবার নির্বাচিত হন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App