×

অপরাধ

নতুন মামলায় গ্রেপ্তার সালমান-মামুন-জিয়াউল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১২:১৬ পিএম

নতুন মামলায় গ্রেপ্তার সালমান-মামুন-জিয়াউল

সালমান এফ রহমান, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও জিয়াউল আহসান। ছবি : সংগৃহীত

   

সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, পুলিশের সাবেক মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর খিলগাঁও থানায় করা পরিবহন শ্রমিক হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া নিউমার্কেট থানায় করা আরেক মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকেও গ্রেপ্তার দেখানো হয়।

বুধবার (১৬ অক্টোবর) সকালে তাদের আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপ-পরিদর্শক আতিকুজ্জামান সালমান এফ রহমান ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আর জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মো.তহিদুল ইসলাম।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

আরো পড়ুন : ফারুক-রাজ্জাকসহ এখন পর্যন্ত আ. লীগের যেসব নেতা গ্রেপ্তার হলেন

এর আগে ২ অক্টোবর ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের আলাদা আলাদা দুই মামলায় সালমান এফ রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বিফোরক মামলায় ৪ দিনের এবং দোহার থানার বিস্ফোরক মামলায় ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত বলেও জানান আইনজীবীরা। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সালমান এফ রহমানকে।

এদিকে ৮ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও নিউমার্কেট থানায় দায়ের করা ১৭ মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৪৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বুধবার আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।

এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তা বাহিনীর প্রধান কর্নেল (অব.) মো. তৌহিদুল ইসলাম চৌধুরীকে অপহরণ ও গুমের মামলায় বহিষ্কৃত সেনা অফিসার মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App