শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৮:০৩ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর শাহবাগ থানার ফুলবাড়িয়া এলাকায় রিকশাচালক মনিরুজ্জামান মনির মৃত্যুর ঘটনায় এ মামলা করা হয়।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) নিহতের বোন নিলুফার ইয়াসমিন বাদী হয়ে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে শাহবাগ থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
এ মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি আবদুল্লাহ আল–মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ।
মামলার অভিযোগে বলা হয়েছে, ৫ আগস্ট রাজধানীর শাহবাগ থানার ফুলবাড়িয়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে রিকশাচালক মনিরুজ্জামান মনির মারা যান। পরবর্তী সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযোগে আরো বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানের উদ্দেশে বেআইনিভাবে ছাত্র–জনতার মিছিলে গুলি চালায় পুলিশ এবং আওয়ামী লীগের নেতা–কর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরজিতে বর্ণিত আসামিদের নির্দেশে ও ইন্ধনে নিরীহ মিছিলকারীদের ওপর গুলি চালানো হয়। ওই গুলিতে মারা যান রিকশাচালক মনিরুজ্জামান মনির।মামলার বাদী এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন আরজি তে।
আরো পড়ুন : শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ