রিমান্ডে নতুন তথ্য দিলেন আনিসুল

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৮:০৯ পিএম

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।
কোটা আন্দোলনের পক্ষে ছিলেন বলে আদালতে দাবি করেছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘আমরা দুজনই (আমি ও সালমান এফ রহমান) কোটা আন্দোলনের পক্ষে ছিলাম। আমি নির্দোষ। ঘটনার বিষয় কিছুই জানি না। আদালতের কাছে ন্যায়বিচার চাই।’ বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালের দিকে আদালতকে এসব কথা বলেন তিনি। পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে (৩১) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে শুনানি শেষে তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ১৩ আগস্ট নিউমার্কেট থানার হত্যা মামলায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৪ আগস্ট লালবাগ ও নিউমার্কেট থানার পৃথক দুই হত্যা মামলায় তাদের আরো ১০ দিনের রিমান্ডে নেয়া হয়।
আরো পড়ুন : আমি ও সালমান আন্দোলনের পক্ষে ছিলাম, আমরা নির্দোষ : আনিসুল