×

অপরাধ

পূর্বধলায় তিন মাসের শিশু হত্যার দায়ে চাচি আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ১১:৫২ এএম

পূর্বধলায় তিন মাসের শিশু হত্যার দায়ে চাচি আটক

ছবি: ভোরের কাগজ

   

নেত্রকোনার পূর্বধলায় তিন মাসের শিশুকে পুকুরের পানিতে ফেলে হত্যার ঘটনায় শিশুটির চাচি হেনা আক্তারকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ। নিহত শিশুটির নাম জনি আক্তার সে ওই গ্রামের এখলাছ মিয়ার কন্যা। আর আটককৃত হেনা আক্তার উপজেলার আগিয়া ইউনিয়নের কৈলাটি গ্রামের স্বাধীন মিয়ার স্ত্রী।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম সোমবার বিকালে তার কার্যালয়ে প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত শুক্রবার বিকালে কৈলাটি গ্রামের মা. এখলাছ মিয়ার স্ত্রী নাছিমা খাতুন তাদের শিশু কন্য জনি আক্তারকে তার দৃষ্টিপ্রতিবন্ধী শ্বশুরের কাছে রেখে কিছু সময়ের জন্য জন্য গৃহস্থালীর কাজ করতে যান। ফিরে এসে দেখেন শ্বশুরের কোলে শিশুটি নেই জিজ্ঞেস করলে শ্বশুর জানান কেউ একজন তার কাছ থেকে মিশুটিকে নিয়ে গেছে। পরে অনেজ খোঁজাখুজির পর বাড়ির পাশে একটি পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, স্থানীয় সাংবাদিকদের কাছে এমন রহস্যজনক তথ্য পেরে তিনি ঘটনার অনুন্ধানে নামলে বেরিয়ে আসে হত্যার রহস্য এবং সোমবার বিকালে আটক হয় শিশুটির চাচি হেনা আক্তার। পুলিশের জিজ্ঞাসাবাদে হেনা আক্তার হত্যার দায় স্বীকার করে জানান, তিনি তার শ্বশুরের কোল থেকে মিশুটিকে কোলে নিয়ে তার ঘরে যাচ্ছিলেন এ সময় ঘরের দরজায় চৌকাটে হোচট খেলে শিশুটি তার কোল থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। পর মিশুটি মারা গেছে ভেবে শিশুটিকে পাশের পুকুরে ফেলে দেন। এ ঘটনায় নিহত শিশুর বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App