মাধবপুরে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪২ পিএম

প্রতীকী ছবি
হবিগঞ্জের মাধবপুরে প্রেমিকাকে ধর্ষণের অভিাযোগে প্রেমিকার মায়ের দায়ের করা মামলায় প্রেমিক আলমগীর মিয়াকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বাবা উপজেলার চৌমুহনী ইউনিয়নের আরিছপুর গ্রামের আব্দুল হাই মিয়া।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আলমগীর উত্তর সমজদীপুর গ্রামে প্রেমিকাকে ধর্ষণ করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে কেউ জানতে পারেনি।
এ ঘটনায় প্রেমিকার মা বাদী হয়ে আলমগীরকে আসামি করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় পুলিশ আলমগীরকে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে।
মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) বাবুল চৌধুরী জানান, ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আলমগীরকে আদালতে সোপর্দ করা হয়েছে।