ইয়েমেনে জাতিসংঘের বাংলাদেশি কর্মীকে অপহরণ করে আল কায়েদা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৯ এএম

এ কে এম সুফিউল আনাম
ইয়েমেনের এডেন শহরে ফেরার সময় অপহৃত জাতিসংঘের পাঁচ কর্মীকে আল কায়েদা জঙ্গিগোষ্ঠীর সদস্যরা অপহরণ করেছে। এই পাঁচ কর্মীর মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন। যার নাম- এ কে এম সুফিউল আনাম।
এসব কর্মীকে জিম্মি করে অর্থ এবং ইয়েমেনে সরকারি বাহিনীর হাতে বন্দী থাকা জঙ্গিদের মুক্তি দাবি করেছে আল কায়েদা।
দুই দশক ধরে জাতিসংঘে কাজ করছেন সুফিউল আনাম। জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কো-অর্ডিনেশন অফিসার (হেড) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
পড়ুন : জাতিসংঘ কর্মী সাবেক সেনা কর্মকর্তা সুফিউল ইয়েমেনে অপহৃতসুফিউলের পারিবারিক সূত্র নিশ্চিত করেছে, তিনি ১৯৭৭ থেকে ২০০৫ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। অবসর নেয়ার পর থেকে জাতিসংঘের সঙ্গে কাজ করছেন তিনি। ২০ বছর আগে জাতিসংঘে যোগদান করেছিলেন। ষাটোর্ধ্ব সুফিউলের কিছুদিন পরেই জাতিসংঘ থেকে অবসর গ্রহণের কথা ছিলো।
পড়ুন : ইয়েমেনের অপহৃত জাতিসংঘ কর্মীদের একজন বাংলাদেশিজিম্মি কর্মীদের মধ্যে চারজনই ইয়েমেনের নাগরিক। আর একজন মাত্র বাংলাদেশি।