×

ক্রিকেট

অবশেষে বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন চাহালপত্নী ধনশ্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৮:৩৭ এএম

অবশেষে বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন চাহালপত্নী ধনশ্রী

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চহাল ও তার স্ত্রী ধনশ্রী বর্মা। ছবি : সংগৃহীত

   

বিবাহবিচ্ছেদের বিষয়ে অবশেষে মুখ খুললেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী বর্মা। বেশ কিছু দিন ধরে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা তুঙ্গে। তাদের বিবাহবিচ্ছেদ হতে পারে এমন জল্পনায় নেটদুনিয়া তোলপাড়। এর মাঝেই একের পর এক পোস্ট করছিলেন ভারতীয় ক্রিকেটার চাহাল। এবার নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করলেন ধনশ্রী। কী লিখলেন তিনি?

বুধবার (৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ধনশ্রী লেখেন, ‘গত কয়েক দিন আমার এবং আমার পরিবারের জন্য খুব কঠিন ছিল। সব থেকে বিরক্তিকর বিষয় হলো, সত্যতা যাচাই না করেই কিছু লোকের সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন লেখা এবং আমাকে নিয়ে ভুল মন্তব্য করা, ঘৃণা ছড়ানো এবং ট্রল করা।’

তিনি লেখেন, ‘আমি আমার নাম, পরিচিতি সততার সঙ্গে গড়ে তোলার জন্য বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করেছি। আমার নীরবতা দুর্বলতার লক্ষণ নয়, বরং এটা শক্তির পরিচয়। নেতিবাচকতা সামাজিক যোগাযোগমাধ্যমে খুব সহজেই ছড়িয়ে পড়ে, তবে অন্যদের উন্নতিতে সাহায্য করতে সাহস এবং সহানুভূতি লাগে।’

আরো পড়ুন : বিসিসিআইকে হরভজনের পরামর্শ

তিনি আরো লেখেন, ‘আমি সততায় বিশ্বাসী এবং আমার মূল্যবোধকে ধরে রেখে এগিয়ে যেতে চাই। একদিন না একদিন, সত্যি সামনে আসবেই, তখন কোনো ব্যাখ্যার প্রয়োজন হবে না।’

গত মঙ্গলবার, সমাজমাধ্যমে একটি পোস্টে চাহাল লিখেছিলেন, ‘সাইলেন্স ইজ এ প্রোফাউন্ড মেলডি, ফর দোজ হু ক্যান হিয়ার ইট অ্যাবাভ অল দ্য নয়েজ।’ গ্রিক দার্শনিক সক্রেটিসের বিখ্যাত সেই উক্তির বাংলা মানে হলো, ‘নিস্তব্ধতারও সুর আছে। তারাই শুনতে পায়, যারা বিকট আওয়াজের মাঝেও তা শুনতে পারে।’

কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর সঙ্গে সব ছবি মুছে দেন চাহাল। যদিও ধনশ্রী ছবি মুছেননি। তার ইনস্টাগ্রামে জ্বলজ্বল করছে স্বামী চাহালের সঙ্গে ছবি। ভারতীয় ক্রিকেটারের একটি পোস্ট জল্পনাকে আরো উসকে দেয়।

ইনস্টাগ্রাম স্টোরিতে চাহাল যা লিখেছিলেন, তার অর্থ ‘‘কঠোর পরিশ্রম মানুষের চরিত্রকে আলোকিত করে। আপনি নিজের যাত্রা জানেন, নিজের কষ্ট জানেন। যেখানে পৌঁছেছেন, সেখানে পৌঁছানোর জন্য কী কী করতে হয়েছে জানেন। গোটা বিশ্বও জানে। সোজাভাবে দাঁড়ানো উচিত। আপনি আপনার বাবা-মাকে গর্বিত করার জন্য প্রচুর ঘাম ঝরিয়ে পরিশ্রম করেছেন। একজন গর্বিত ছেলের মতো শিরদাঁড়া সোজা করে দাঁড়ান।’

বাবা, মায়ের পাশে থাকার কথা লিখেছিলেন চাহাল। কিন্তু স্ত্রী ধনশ্রীর পাশে থাকার কথা বলেননি ভারতীয় দলের লেগ স্পিনার। ফলে তার বিবাহবিচ্ছেদের জল্পনা আরো তীব্র হয়।

২০২০ সালের ২২ ডিসেম্বর গুরুগ্রামের একটি অনুষ্ঠানে চাহাল বিয়ে করেন। ধনশ্রী ছিলেন তার নাচের শিক্ষক। করোনার সময় অনলাইনে নাচ শিখতে গিয়ে দু’জনের আলাপ। দু’জনেই সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়। প্রায়ই নিজেদের ছবি দেন। তবে সম্পর্ক যে ঠিকঠাক নেই, তা বোঝা গিয়েছিল কয়েক মাস আগেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App