ভারতের বিপক্ষে কামব্যাক করবে টাইগাররা, যা বলছেন শান্ত

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১১:৫৪ এএম

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত
ভারতের বিপক্ষে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু হলো বাংলাদেশ দলের অভিযান। গোয়ালিয়রে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে টাইগাররা। টেস্ট সিরিজের পর এবারো বাংলাদেশের আত্মসমর্পণের এই ঘটনা সর্বত্র আলোচনায় এসেছে।
আগামী ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘ঘুরে তো দাঁড়াতেই হবে। কীভাবে আমরা কামব্যাক করতে পারি, সেটা দেখতে হবে। আমার মনে হয়, আমাদের সবারই দায়িত্ব নিতে হবে।’
প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ছিল হতাশাজনক। গোয়ালিয়রে ২০ ওভারের ম্যাচে বাংলাদেশের আদর্শ টি-টোয়েন্টি ব্যাটিংয়ের দেখা মেলেনি। ৫ম ওভারে বরুণ চক্রবর্তীর বলে দুটি চার ও একটি ছয়ের সৌজন্যে কিছুটা আশা দেখান তাওহিদ হৃদয় ও শান্ত। কিন্তু এরপর ভারতের বোলিং লাইনআপের সামনে বাংলাদেশের অন্য ব্যাটাররা অসহায় আত্মসমর্পণ করেন।
বাংলাদেশ দলের ইনিংস শেষ হয় ১২৭ রানে, যেখানে তারা ২০ ওভার খেলতে পারেনি। প্রথম ১০ বছরে বাংলাদেশের ব্যাটিং চিত্রে তেমন পরিবর্তন হয়নি বলে স্বীকার করেন শান্ত। তিনি বলেন, ‘আমি যদি গত ১০ বছর দেখি, আমরা এ রকমই ব্যাটিং করে যাচ্ছি। মাঝে মাঝে হয়তো ভালো ব্যাটিং করি। তবে আমাদের সামর্থ্য আছে। সামর্থ্য অবশ্যই আছে বলে আমি বিশ্বাস করি। কিন্তু দক্ষতা উন্নতির অনেক জায়গা আছে। তবে এই উন্নতি কীভাবে হবে?’
আরো পড়ুন: সাকিবের বিদায়টা যেন গোটা বিশ্ব দেখে
এদিকে, ভারতকে হারানোর দিনে বাংলাদেশকে মোকাবেলা করে টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়েছে ভারত। টাইগারদের বিপক্ষে বড় হারের পর শান্তর এই মন্তব্য এবং আত্মবিশ্বাসী পদক্ষেপ আগামী ম্যাচের জন্য ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে। টাইগাররা এবার কামব্যাকের জন্য প্রস্তুত, তা সময়ই বলবে।