কানপুরে বৃষ্টি, টসে বিলম্ব

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৪ এএম

স্থানীয় সময় সকাল ৯টায় টস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ছবি : সংগৃহীত
ভারতের বিপক্ষ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ থেকে মাঠে নামছে বাংলাদেশ। কানপুরে শুরু হতে যাওয়া এই ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। যার ফলে টসে বিলম্ব হচ্ছে, একই সঙ্গে খেলা শুরুর সময়ও পিছিয়ে গেছে।
স্থানীয় সময় সকাল ৯টায় টস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মাঠ খেলার উপযুক্ত না থাকায় তা সম্ভব হয়নি। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় সকাল ১০টায়) মাঠ পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন আম্পায়াররা।
আপাতত স্টেডিয়াম এলাকায় বৃষ্টি নেই। তবে আকাশে প্রচুর মেঘ আছে। যেকোনো সময় বৃষ্টি নামতে পারে। তাই উইকেট কাভারে ঢেকে রাখা হয়েছে। সবমিলিয়ে খেলা শুরুর সময় নির্ভর করছে প্রকৃতির ওপর।
আরো পড়ুন : সাকিবকে বিদায়ী সংবর্ধনা দেবে ভারত