সমবেদনা জানাতে মেয়র আইভীর বাড়িতে সাংসদ শামীম ওসমান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২১, ১০:৪৩ পিএম

ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীর মা মমতাজ বেগমের মৃত্যুতে তাঁদের (আইভী) বাড়িতে গিয়ে তাঁকে সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমান।
মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে নগরের দেওভোগ এলাকার বাড়িতে গিয়ে আইভীকে সান্ত্বনা দেন এবং তাঁদের খোঁজখবর নেন সাংসদ শামীম ওসমান।
এর আগে শামীম ওসমান নগরের মাসদাইর সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে প্রয়াত মমতাজ বেগমের কবর জিয়ারত করেন এবং দোয়ায় অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা।
উল্লেখ্য, গত রোববার বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান মমতাজ বেগম। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মমতাজ বেগম নারায়ণগঞ্জ পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত আলী আহাম্মদ চুনকার স্ত্রী।