পূর্বধলায় ভ্রাম্যমান আদালতে ১৫ জনকে জরিমানা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২১, ১০:৫৩ পিএম

পূর্বধলায় ভ্রাম্যমান আদালতের অভিযান
করোনা সংক্রামক প্রতিরোধে এবং স্বাস্থ্য বিধি না মানায় সরকারি আদেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করায় ও ড্রাইভিং লাইসেন্স ব্যতিত মোটরযান চালানোর অপরাধে নেত্রকোণা জেলার পূর্বধলায় ১৫ জনকে মোট ১২ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকালে উপজেলার স্টেশন রোড, মঙ্গলবাড়িয়া ও কলেজ রোডে এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন পূর্বধলা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম।
স্বাস্থ্য বিধি না মানা ও সরকারি আদেশ অমান্য করায় ২ টি কোচিং সেন্টারকে ৭ হাজার টাকা, মাস্ক না পড়ার অপরাধে ১০ জনকে দুই হাজার পাঁচ শত টাকা এবং সড়ক পরিবহন আইনে তিন জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।