মদনে ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ মার্চ ২০২১, ০৪:১১ পিএম

মিথ্যা মামলা প্রত্যাহার, বসত ঘর ভাংচুর, লুটপাট ও শিশু হত্যায় প্রতিবাদ
নেত্রকোনার মদনে মিথ্যা মামলা প্রত্যাহার, বসত ঘর ভাংচুর, লুটপাট ও শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সামনে ভুক্তভোগী ও এলাকাবাসী ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন বাঙ্গালী তার বক্তব্যে বলেন, এলাকার একটি প্রভাবশালী মহলের মদদে সন্ত্রাসী হাবিবুর তার লোকজন নিয়ে শিশু হত্যাসহ, বেশ কয়েক দফায় বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট চালিয়েছে। আমরা এর ন্যায় বিচার দাবি করছি। এছাড়াও মানববন্ধন কর্মসূচিতে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারসহ বাড়ি ঘর ভাংচুরের প্রতিবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রিপন সিদ্দিকী, মাগরিবুর রহমান আন্ছু, জাকির হোসেন, রিপন মিয়া, দিলু মিয়া প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ন্যায় বিচার পাওয়ার লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রেরণ করেন এলাকাবাসী।