বোয়ালমারীতে স্বাধীনতার মাসে জাতীয় পতাকার অবমাননা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ মার্চ ২০২১, ১০:০০ পিএম

সোমবার রাত পৌনে আটটার দিকে বোয়ালমারী কলেজ রোডস্থ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উপ সহকারী প্রকৌশলীর (ক্ষুদ্র সেচ) কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় দেখা যায়।
সারাদেশে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের প্রস্তুতি চলছে। চলছে স্বাধীনতার মাস। আর কয়েক দিন পর মহান স্বাধীনতা দিবস। ঠিক সেই সময় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা কৃষি উন্নয়ন কর্পোরেশনের উপ সহকারী প্রকৌশলীর (ক্ষুদ্র সেচ) কার্যালয়ে ঘটেছে জাতীয় পতাকার অবমাননা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও সেটির ব্যত্যয় ঘটিয়ে রাতের আঁধারে জাতীয় পতাকা উড়তে দেখা গেছে বোয়ালমারী কলেজ রোডস্থ উপ-সহকারি প্রকৌশলী ভবনে। এভাবে জাতীয় পতাকার অবমাননায় ক্ষোভ ঝাড়ছেন স্থানীয় সুশীল সমাজ।
সোমবার (২২ মার্চ) রাত পৌনে আটটার দিকে ভবনটির সামনে জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় দেখা যায়।
রাতের আঁধারে জাতীয় পতাকা উড়ানোর কাণ্ডে সহকারি প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন জানান,'পতাকা উত্তোলন ও নামানোর দায়িত্ব পালন করে অফিসের আয়া। সম্ভবত ভুলে সে পতাকা নামায় নি।' বিষয়টি আপনাদের নজরে কেন এলো না এমন প্রশ্নে তিনি বলেন,'মাঠ পর্যায়ে কাজ শেষে এইমাত্র অফিসে ফিরেছি এ বিষয়ে আমি আন্তরিক ভাবে দুঃখিত।'
এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ মিয়া বলেন,'যে পতাকার জন্য আমরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছি সে পতাকার অবমাননা মেনে নেওয়া যায় না।'