ভারসাম্যহীন নারীর পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ মার্চ ২০২১, ০৬:৩৩ পিএম


পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের লঞ্চঘাট এলাকার এক হোটেলে কাজ করেন মিটু মিয়া। সম্প্রতি তিনি অজ্ঞাত ভারসাম্যহীন এক নারীকে নিজের দায়িত্বে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। কোন উপায় না পেয়ে ৩৩৩ নম্বরে ফোন করে যোগাযোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। যোগাযোগ করলে তিনি হাপাতালে ভর্তিসহ নগদ অর্থ দিয়ে সহযোগীতা করেন। বর্তমানে অজ্ঞাত মহিলাটি কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মিটু মিয়া জানান, তিনি ছোট বেলায় বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করতেন। অর্থের অভাবে লেখাপড়া করা সুযাগ হয়নি তার। নিজর কষ্টের কথা মনে করে,অপরের কষ্টে নিজকে বিলিয়ে দেন তিনি।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোলহাম্মদ শহিদুল হক জানান, মিটু মিয়ার কাছ থেকে এই খবর পান তিনি। খবরটি শোনার পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তাকে ফোন দিলে তিনি তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। এছাড়া তিনি কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ পাচঁ হাজার টাকা প্রদান করেন।