মেঘনায় ধরা পড়ল ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৫ পিএম

ছবি: ভোরের কাগজ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে প্রায় ৮ মণ (৩১০ কেজি) ওজনের একটি হাউস মাছ জেলেদের জালে ধরা পড়েছে। অনেকে এ মাছটিকে শাপলাপাতা মাছ এবং পানপাতা মাছ নামে চিনে থাকেন। তবে বিদেশিদের কাছে এটি “ রেফিন ফিস/স্টিং ফিস নামে পরিচিত।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে জেলেরা মাছটি উপজেলার বৈদ্যেরবাজার ঘাটে নিয়ে আসলে উৎসুক জনতা এসে মাছটি দেখতে ভিড় করেন।
স্থানীয় মাছ ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম বলেন, প্রায় ৮ মন ওজনের মাছটি উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার জেলে হাবিবুল্লাহ মিয়ার জালে মেঘনা নদীর চাঁদপুর মোহনায় ধরা পড়ে। মাছটি পিকআপ-ভ্যানে করে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার-ঘাট এলাকায় মাছবাজারে নিয়ে আসলে ১ লাখ ২০ হাজার টাকায় কিনে রাখার পর মাছটি কেটে ৭০০ টাকা কেজিতে বিক্রি করেছি।
সোনারগাঁ উপজেলা মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, মেঘনা নদীতে প্রায় ৮ মন ওজনের একটি শাপলাপাতা মাছ জেলেদের জালে ধড়া পড়ার কথা শুনেছি। বাজারে মাছটির চাহিদা রয়েছে। বিরল প্রজাতির এই সামুদ্রিক মাছটিকে স্থানীয় ভাবে হাউস মাছ বলা হলেও এর নাম রেফিন ফিস বা স্টিং ফিস। তবে এটি শাপলাপাতা মাছ নামেই পরিচিত।