সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় গরু পাচার, ৫ চোরাকারবারি গ্রেপ্তার

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৭ পিএম

ছবি: ভোরের কাগজ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে আনা ১৯টি ভারতীয় গরুসহ পাঁচ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ভোররাতে ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে চারটি পিকআপ ভর্তি গরু জব্দ করা হয়। ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এনামুল হক সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো মধ্যনগর থানার আলীয়ারপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে রাকিব,বলরামপুর গ্রামের নয়ন মিয়ার ছেলে ফাহিম, একই গ্রামের মৃত সামছুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম, নেত্রকোনা জেলার বারহাট্রা থানার আলুকদিয়া গ্রামের মৃত ভাগু মিয়ার ছেলে রাতুল মিয়া, ছয়হাল গ্রামের রুহুল আমিনের ছেলে মাসুদ খান।
ওসি এনামুল হক জানান, পাচারকালে ১৯টি ভারতীয় গরু ও চারটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। জব্দকৃত গরু ও যানবাহনের মূল্য আনুমানিক ৩৬ লাখ ৭৫ হাজার টাকা। এ ঘটনায় গ্রেপ্তারকৃত পাঁচজনসহ অজ্ঞাতনামা আরো ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ৪০টি ভারতীয় গরুসহ চার চোরাকারবারিকে আটক করে মামলা করেছেন। তবে সীমান্ত অঞ্চলে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে গবাদিপশু, মাদক, চিনি, ফলমূল, কসমেটিকসসহ নানা পণ্য চোরাচালান করছে বলে অভিযোগ উঠেছে।
সীমান্তবাসীরা দাবি করেছেন, কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতা ও পুলিশের কিছু অসাধু সদস্য এ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। বিশেষ করে মহিষখলা গবাদিপশুর হাট চোরাচালানের অন্যতম কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।