ঝালকাঠিতে চাঁদা না দেয়ায় রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৪ পিএম

নিহত স্বজনদের আহাজারি
ঝালকাঠির রাজাপুর উপজেলায় চাঁদা না দেয়ায় আবুল বাশার (৫০) নামে এক রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর গ্রামে শুক্কুরের চায়ের দোকানের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আবুল বাশার দক্ষিণ সাউথপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা তানজের আলী চৌকিদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী নজরুল মোল্লা ও নিহতের মামা রেজাউল করিম জানান, গত উপজেলা নির্বাচনের সময় ইন্দ্রপাশা এলাকার মো. পান্নু খানের ছেলে মো. নাজমুল হাসানের (২৮) সঙ্গে বশারের বিরোধ তৈরি হয়। এর জেরে নাজমুল কয়েকদিন ধরে বশারের কাছে চাঁদা দাবি করছিল। ঘটনার দিন বশার শুক্কুরের চায়ের দোকানে বসে চা খেয়ে বের হওয়ার পর নাজমুল মোটরসাইকেলে করে এসে টাকা দাবি করে। বশার টাকা দিতে অস্বীকৃতি জানালে নাজমুল ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। আহত অবস্থায় বশার চিৎকার করতে করতে দোকানে ঢুকে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তমাল হালদার বলেন, আবুল বাশারের ডান হাতে, বাম কাঁধের পেছনে, পেটে এবং বুকে ধারালো অস্ত্রের আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ঘটনা শুনে আমরা হাসপাতালে যাই। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নাজমুল হাসানকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এছাড়াও হত্যার পেছনে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।