×

সারাদেশ

হাওরের বুকে উড়াল সড়ক: বদলে যাচ্ছে সুনামগঞ্জ-নেত্রকোনার যোগাযোগ ব্যবস্থা

Icon

রাসেল আহমদ, মধ্যনগর (সুনামগঞ্জ)

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১১:৫৯ পিএম

হাওরের বুকে উড়াল সড়ক: বদলে যাচ্ছে সুনামগঞ্জ-নেত্রকোনার যোগাযোগ ব্যবস্থা

প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই উড়াল সড়কটি হাওরাঞ্চলের জনগণের চলাচলকে সহজ করবে।

   

সুনামগঞ্জের মধ্যনগরসহ চারটি উপজেলা এবং নেত্রকোনার বারহাট্টা উপজেলার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে বিশাল হাওরের বুকে নির্মাণাধীন দৃষ্টিনন্দন উড়াল সড়ক। দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান করতে ‘সুনামগঞ্জ-নেত্রকোনা উড়াল সড়ক’ প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রকল্পের আওতায় প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই উড়াল সড়কটি হাওরাঞ্চলের জনগণের চলাচলকে সহজ করবে। একইসঙ্গে কৃষি, অর্থনীতি, পর্যটন এবং সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে।   

সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৩ নভেম্বর একনেকে 'হাওর এলাকায় উড়ালসড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প' অনুমোদন লাভ করে। ২০২২ সালের মাঝামাঝি সময়ে প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পের ডিপিপিতে ২৬টি প্রকল্প ধরা হয়েছে। ২০টি অনুমোদিত প্রকল্পের মধ্যে কাজ চলছে ৯টি প্রকল্পে। ১১টি প্রকল্পের কাজের দরপত্র মূল্যায়ন শেষে নির্মাণকাজ শুরুর অনুমোদন পর্যায়ে রয়েছে। আর ছয়টি প্যাকেজের এখনো অনুমোদন মেলেনি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বাস্তবায়িত ৯টি প্রকল্পের মধ্যে কোনোটির কাজ শতভাগ, কোনোটির কাজ ৯০ শতাংশ শেষ হয়েছে। এছাড়া এই প্রকল্পের বিশেষ আকর্ষণ হাওরের ওপর দিয়ে ১১ কিলোমিটার উড়ালসড়ক প্যাকেজেরও মূল্যায়ন শেষে কাজ শুরুর অনুমোদনের অপেক্ষায় আছে। পুরো উড়াল সড়ক প্রকল্পের কাজ শেষ হলে হাওর জেলা সুনামগঞ্জের সঙ্গে সারাদেশের সার্কেল যোগাযোগ স্থাপিত হবে, যা কৃষি অর্থনীতিতে বিরাট পরিবর্তন নিয়ে আসবে। ২০২৬ সালে উড়ালসড়কের কাজ শেষ করার কথা। সুনামগঞ্জের মধ্যনগর,জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা এবং নেত্রকোনার বারহাট্টা উপজেলার যোগাযোগ উন্নয়নে যুক্ত আছে প্রকল্পটি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, এই প্রকল্পে ৯৭.৮৬ কিলোমিটার অলওয়েদার সড়ক এবং ২০.২৭ কিলোমিটার ইউনিয়ন সড়ক নির্মিত হবে। এছাড়া ১৬.৫৩ কিলোমিটার ডুবন্ত সড়ক, ২২.৮৬ কিলোমিটার ডুবন্ত ইউনিয়ন ও গ্রাম সড়ক এবং ১০.৮১ কিলোমিটার উড়ালসড়ক নির্মিত হবে। এই প্রকল্পে ৫৭টি সেতু, ১১৮টি কালভার্টও নির্মাণ করার কথা রয়েছে।

মধ্যনগর ও তাহিরপুর উপজেলায় বর্তমানে পাঁচটি প্যাকেজের কাজ চলমান আছে। তাহিরপুর উপজেলা হেডকোয়ার্টার থেকে ভায়া সোলেমানপুর হয়ে মধ্যনগর পর্যন্ত এক হাজার ৫০০ থেকে পাঁচ হাজার ৬৫০ মিটার, এই প্যাকেজে আরো চার কিলোমিটার ও ছয় কিলোমিটার সড়কের কাজ চলমান আছে। এই প্যাকেজে সড়কের কাজ প্রায় ২২ শতাংশ শেষ হয়েছে। অন্য একটি প্যাকেজে তাহিরপুর-বাদাঘাট হয়ে ৭.৩১৩ কিলোমিটার, ০০-১৩ হাজার ১৭৫ মিটার আরেকটি সড়কের কাজও চলমান আছে, যার গড় কাজ প্রায় ১০ শতাংশ সম্পন্ন হয়েছে।

অন্য প্যাকেজে ধর্মপাশা-মধ্যনগর-মহেশখলা- টেকেরঘাট -লাউড়েরগড়-সুনামগঞ্জ পর্যন্ত ১৮ হাজার ৩০০ থেকে ২৪ হাজার ৪৪০ মিটার সড়কের কাজও প্রায় ১৫ শতাংশ শেষ। তাহিরপুরে আনন্দবাজার ইউনিয়ন থেকে লাউড়েরগড় পর্যন্ত ০০-২৭০০ মিটার সড়কের ৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

এদিকে ধর্মপাশা উপজেলায়ও একই প্রকল্পে চারটি প্যাকেজের কাজ চলমান আছে। এরমধ্যে মধ্যনগর জিসি টু বাদাঘাট জিসি ভায়া মহেশখলা বাংলাভিটা রোড ১৪ হাজার ৪৪০ থেকে ২৬ হাজার মিটার সড়কের কাজ গত বছর শুরু হয়েছে। বর্তমানে এই সড়কের কাজের প্রায় ৫ শতাংশ সম্পন্ন হয়েছে। এই উপজেলায় ধর্মপাশা জিসি-জয়শ্রী জিসি ০০-১১০০ মিটার প্রকল্পের কাজ প্রায় ৫০ শতাংশ শেষ করা হয়েছে। 

চামরদানি ইউপিসি টু সাহারকোনা ঘাট রোড ০০-৪০০০ মিটার সড়কটির কাজও দ্রুত শেষ হওয়ার পথে। এই প্যাকেজের প্রায় ৯০ শতাংশ কাজ শেষ করা হয়েছে। এই উপজেলার লংলা পাথারিয়া টু বানারশীপুর- ধর্মপাশা- রাজাপুর- রামদীঘি- বাকেরজোড়া- মধ্যনগর ০০-৮০৫২ মিটার সড়কের প্রায় শতভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

সুনামগঞ্জ স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, প্রকৃতি অনুকূলে থাকলে এবং যেভাবে কাজ চলছে এই গতি থাকলে নির্ধারিত সময়ে কাজ প্রায় শেষ করা সম্ভব হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App