×

সারাদেশ

দাফনের ৬ মাস পর মরদেহ উত্তোলনে পরিবারের আপত্তি

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৩:৩৯ পিএম

দাফনের ৬ মাস পর মরদেহ উত্তোলনে পরিবারের আপত্তি

ছবি: সংগৃহীত

   

ঝালকাঠির রাজাপুরে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য দাফনের প্রায় ছয় মাস পর কবর থেকে মরদেহ উত্তোলনের জন্য পুলিশ আসলে আপত্তি দিয়েছে শহীদ পরিবার। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ।

পুলিশ জানায়, ৫ আগস্ট ঝালকাঠির মো. রুবেল তালুকদার ঢাকার আশুলিয়া থানার সামনে পুলিশের গুলিতে নিহত হয়। পরদিন ৬ আগস্ট ময়নাতদন্ত ছাড়াই রুবেলের মরদেহ তার গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের চর হাইলাকাঠি এলাকায় নিয়ে দাফন করে তার পরিবার। এ ঘটনায় গত ২০ আগস্ট নিহত রুবেলের চাচাতো ভাই মো. খলিলুর রহমান বাদী হয়ে ৬০ জনের নাম উল্লেখ করে ঢাকা সিএমএম আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তের স্বার্থে মরদেহের ময়নাতদন্ত করতে আদালতে আবেদন জানায়। আবেদনের পরে আদালত অনুমতি দিলে মামলার তদন্তকারী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সহায়তায় বৃহস্পতিবার দুপুরে মরদেহ উত্তোলন করতে রুবেলের গ্রামের বাড়িতে গেলে মামলার বাদী ও শহীদ রুবেলের পরিবারের লোকজন আপত্তি জানায়।

শহীদ মো. রুবেল তালুকদারের ছোট বোন লিজা খানম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ উত্তোলন করতে প্রশাসন আসছিল। কিন্তু আমার ভাইয়ের লাশ কবর থেকে উত্তোলন করতে দেব না। কারণ, কবর থেকে মরদেহ উত্তোলন ইসলাম বিরোধী। তাছাড়া আমার ভাই একজন শহীদ। কবর থেকে মরদেহ উত্তোলন করলে শহীদের অমর্যাদা হতে পারে।

এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ বলেন, নিহতের পরিবার আপত্তি করায় লাশ উত্তোলন করা হয়নি। এখন বিষয়টি আদালতকে অবহিত করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App