মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান, মিললো দুর্নীতির প্রমাণ

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১২:৩১ এএম

ছবি: সংগৃহীত
মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে বেশ কিছু অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিলেছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি দল এ অভিযান চালায়। অভিযানকালে তারা হাসপাতালের স্টোর রুমসহ বিভিন্ন ওয়ার্ডের রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।
রোগীদের ব্যবহৃত কম্বল, খাবারের মান ও পরিমাণ, হাসপাতালের পরিবেশ ও বিভিন্ন ক্রয় সংক্রান্ত বিষয়ে প্রাপ্ত অনিয়মের বিষয়টি হাসপাতালের সহকারী পরিচালকের কাছে তুলে ধরেন দুদক টিম।
ওয়াহিদ মঞ্জুর সোহাগ জানান, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম-দুর্নীতি নিয়ে অভিযোগ পাওয়া যায়। পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়।
তিনি জানান, এই হাসপাতালে কেনাকাটা নিয়ে বড় ধরনের অনিয়ম পাওয়া গেছে। বাজারের ৫-৬’শ টাকা দরের নিম্নমানের প্রতিটি কম্বল ২ হাজার ৫’শ টাকা ক্রয় দেখানো হয়েছে। এক টুকরো মাছের ওজন থাকার কথা ২৩০ গ্রাম। কিন্তু পাওয়া গেছে গড়ে ১৫৫ গ্রাম। এটি প্রতারণার সামিল। এছাড়া আরো অনেক অনিয়ম পাওয়া গেছে।
দুদকের প্রধান কার্যালয়ে সহকারী পরিচালক বলেন, এ বিষয়ে বিস্তারিত কিছু তথ্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চাওয়া হয়েছে। আগামী সোমবারের মধ্যে তথ্যগুলো জমা দেয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. সৌমেন চৌধুরী সাংবাদিকদের বলেন, দুদকের কর্মকর্তারা হাসপাতালের অনিয়ম-দুনীতির বিষয়ে অভিযান পরিচালনা করেছেন। তারা আরো কিছু তথ্য চেয়েছেন। সোমবারের মধ্যে তথ্যগুলো জমা দিতে বলা হয়েছে।