সুড়ঙ্গ করে ব্যাংক চুরির চেষ্টা

লালমনিরহাট জেলা প্রতিনিধি
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১২:৪২ পিএম

ছবি: সংগৃহীত
লালমনিরহাটের সোনালী ব্যাংক বরবাড়ী শাখায় সুড়ঙ্গ করে ব্যাংক চুরির চেষ্টার খবর পাওয়া গেছে।
সোমবার (২৭ জানুয়ারি) রাত দেড়টার দিকে সদর উপজেলার বড়বাড়ি সোনালী ব্যাংকের উপ-শাখায় এই ঘটনা ঘটে। সৃষ্ট ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকের চারিদিকে ঘিরে রেখেছে। নিরাপত্তার কারণে ব্যাংকের কাছে কাউকে যেতে দেয়া হচ্ছে না বলে কৃর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
স্থানীয় লোকজন ও পুলিছ সূত্রে জানা যায়, রাত ২ টার দিকে বড়বাড়ি সোনালী ব্যাংকের উপ-শাখার পিয়ন টের পেয়ে চিৎকার চেঁচামেচি করেন। তার চিৎকারে এলাকাবাসীর ছুটে এসে ব্যাংকের পেছনের দেয়ালে সুড়ঙ্গ দেখতে পান। স্থানীয়রা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে তারা এসে পুরো এলাকা তাদের নিয়ন্ত্রণে নিয়ে ঘিরে রাখেন।
এমন ঘটনায় বড়বাড়ী সাধারণ মানুষের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে,। এদিকে ব্যাংকে থাকা কত টাকা চরি হয়েছে কাগজ পত্র ঠিকঠাক আছে কি-না তা জানতে চাইলে এ বিষয়ে আগে কোনো মন্তব্য করতে রাজি হননি ব্যাংক কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে জোর অনুসন্ধান চলছে বলে জানান ব্যাংক কর্তৃপক্ষ আইন-শৃঙ্খলা বাহিনী।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরনবীর সঙ্গে মুঠোফোন ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি খবর পেয়ে ঘটনা স্থলে গিয়েছি, একটি সংঘবদ্ধ চক্র সুড়ঙ্গ করে চুরির চেষ্টা করে। ব্যাংকের কাগজপত্র টাকা কিছু নিতে পারেনি সব ঠিকঠাক রয়েছে বলে জানান তিনি।