সখীপুরে অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

প্রতিনিধি (সখীপুর) টাঙ্গাইল
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৮:৫৪ পিএম

ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের সখীপুর উপজেলার সালাউদ্দিন আলমগীর ফাউন্ডেশনের সহায়তায় অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা বাংলোতে এ আয়োজন করা হয়।
উপজেলার বিভিন্ন অঞ্চলের প্রায় ১১৮ জন চলাচলে অক্ষম প্রতিবন্ধী এ সুবিধা আওতাভুক্ত হয়েছেন। এজন্য প্রান্তিক পর্যায়ে মানুষের সঙ্গে সমন্বয় করে এবং ছাত্র-জনতার সহযোগিতায় অক্ষমদের বাছাঁই করা হয়।
চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনী উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের সত্ত্বাধিকারী সালাউদ্দিন আলমগীর রাসেলের (সিআইপি) ভূয়সী প্রশংসা করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার মনসুর আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক রুহুল আমিন মুকুল, লাবীব গ্রুপের ডিএমডি মাহমুদুল আলম মনির, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, বাচ্চু মিয়াসহ আরো অনেকে।