×

সারাদেশ

গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার : আটক ২

Icon

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০১:৩৫ পিএম

গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার : আটক ২

ছবি : সংগৃহীত

   

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। লায়লা আরজু (৬০) নামের এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের নিজ বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত লায়লা আরজু রাথুরা গ্রামের মো. সেকেন্দার আলীর স্ত্রী এবং দুই সন্তানের জননী। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে ঢাকায় বসবাস করেন।

নিহতের স্বামী মো. সেকেন্দার আলী জানান, তিনি স্থানীয় বানিয়াজুরী বাজারে কাঁচা বাজার করতে যান। সকাল ৮টার দিকে বাড়ি ফিরে দেখতে পান, দ্বিতীয় তলার একটি কক্ষের মেঝেতে তার স্ত্রীর গলা কাটা রক্তাক্ত দেহ পড়ে রয়েছে।

তিনি বলেন, "কে বা কারা বাসায় প্রবেশ করে আমার স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করেছে।

ঘিওর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঢাকা থেকে ফরেনসিক টিম এসে আলামত সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে। সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

প্রাথমিক তদন্তে সন্দেহভাজন হিসেবে নিহতের বাড়ির কাজের মহিলা সাইদা বেগম (৩৮) এবং তার স্বামী মো. হালিমকে (৪৮) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করা হচ্ছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, "সকাল পৌনে ৮টার দিকে এক বা একাধিক দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।"

আরো পড়ুন : স্বামীর তালার আঘাতেই প্রাণ গেলো স্ত্রীর

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাবরিনা সাদিয়া চৌধুরী জানান, "ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফরেনসিক রিপোর্ট হাতে এলে প্রকৃত তথ্য জানা যাবে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।"

এই নির্মম হত্যাকাণ্ডে এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। তারা দ্রুত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App