সোনাগাজীর তালিকাভুক্ত সন্ত্রাসী রানা গ্রেপ্তার

সৈয়দ মনির আহমদ, সোনাগাজী (ফেনী)
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১২:১৯ পিএম

ছবি : ভোরের কাগজ
ফেনীর সোনাগাজী থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক বিক্রেতা আবদুল মোমিন রানাকে (৩০) গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর একটি টহল দল।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে রানাকে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলে জানান সোনাগাজী থানার ওসি। গ্রেপ্তারের সময় তার ঘর থেকে চাপাতি, ছেনা, চকলেট বোমা ও গাঁজা উদ্ধার করা হয়।
জানা গেছে, মঙ্গলবার রাতে সোনাগাজী মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ টহলদল পৌরসভার পূর্ব তুলাতলী গ্রামের বৈদ্য বাড়িতে অভিযান চালান।
আরো পড়ুন : মধ্যরাতে সেন্টমার্টিনে ভয়াবহ আগুন, কয়েকটি রিসোর্ট পুড়ে ছাই
বুলু বৈদ্যের বসতঘরে তল্লাশি করে ৩০টি চকোলেট বোমা, ২০০ গ্রাম গাঁজা, ৩টি মোবাইল সেট, একটি চাপাতি ও একটি ছেনা জব্দ করা হয়। এ সময় নুরুল ইসলাম বুলু বৈদ্যের ছেলে আবদুল মোমিন রানা বৈদ্যকে গ্রেপ্তার করা হয়।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. বায়েজীদ আকন বলেন, রানা সোনাগাজী থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও চিহ্নিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ৬টি মামলা রয়েছে। মাদক, বিস্ফোরক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।