স্বামীর তালার আঘাতেই প্রাণ গেলো স্ত্রীর

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১১:০০ এএম

ছবি : ভোরের কাগজ
নীলফামারীতে পাষণ্ড স্বামীর দেয়া তালার আঘাতেই চিরকালের জন্য নিভে গেলো এক গৃহবধূর জীবন প্রদীপ। ঘটনাটি ঘটেছে জেলার সদর উপজেলার হাতিবান্ধা জুম্মাপাড়া এলাকায়। নিহত গৃহবধূ দিনা আক্তার (২২), ওই এলাকার মোহাম্মদ মামুন ইসলামের স্ত্রী।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে ভাত দিতে দেরি হওয়ায় গৃহবধূর ক্ষিপ্ত স্বামী মামুন তালা দিয়ে দিনার ঘাড়ে আঘাত করলে সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে দিনা। আহত দিনাকে প্রথমে হাসপাতালে নিয়ে গেলেও তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পরামর্শ দেয় নীলফামারী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। কিন্তু দিনার পাষণ্ড স্বামী মামুন গুরুতর আহত গৃহবধূ দিনাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে না নিয়েই নিজ বাড়িতে এনে উঠানে রেখে পালিয়ে যায়।
এদিকে লোকমুখে খবর পেয়ে ছুটে আসে দিনার পরিবারের লোকজন। নিথর দেহকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, সেখানকার কর্তব্যরত চিকিৎসক দিনাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন : লালমনিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সরেজমিনে ওই এলাকায় গেলে, দিনার স্বামী মামুন ও তার পরিবারের কেউই এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি। মামুন (২৫) ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
জানতে চাইলে নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ গৃহবধূ দিনার অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, অভিযুক্ত মোহাম্মদ মামুন পলাতক রয়েছে। এ বিষয়ে যাবতীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।