×

সারাদেশ

বকশীগঞ্জে সমন্বয়ক পরিচয়ে ছাত্রলীগ নেতা আটক

Icon

রাশেদুল ইসলাম রনি, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০১:১২ পিএম

বকশীগঞ্জে সমন্বয়ক পরিচয়ে ছাত্রলীগ নেতা আটক

ছবি: সংগৃহীত

   

জামালপুরের বকশীগঞ্জে একটি উঠান বৈঠকে সমন্বয়ক পরিচয় দেয়ার অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে ছাত্র-জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রবিবার (৫ জানুয়ারি) রাতে বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক মাহফুজ রহমান উপজেলার বগারচর ইউনিয়নের টাঙ্গারীপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে। তিনি বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখারও সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মালিরচর নয়াপাড়া এলাকায় মাদকবিরোধী একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকে মাহফুজ রহমান নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে বক্তব্য দেন। স্থানীয়রা তাকে চিনতে পেরে জিজ্ঞাসাবাদ করলে তিনি ছাত্রলীগের কর্মী বলে স্বীকার করেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, ‘স্থানীয়দের আয়োজিত একটি উঠান বৈঠকে ছাত্র-জনতার সঙ্গে মাহফুজ রহমানও উপস্থিত ছিলেন। পরে ছাত্র-জনতাই তাকে চিহ্নিত করে আমাদের কাছে সোপর্দ করে। প্রাথমিক তদন্তে তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাকে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মাহফুজ রহমানের সম্পৃক্ততা রয়েছে কিনা, সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App