×

সারাদেশ

সাদপন্থি নেতা শফিউল্লাহ গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০১:২৬ পিএম

সাদপন্থি নেতা শফিউল্লাহ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

   

গাজীপু‌রের টঙ্গী‌তে বিশ্ব ইজ‌তেমা ময়দানে সংঘ‌র্ষের মামলায় মাওলানা সাদ কান্ধলভীপন্থি নেতা মুফতি শফিউল্লাহ মক্কীকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ১৮ ডি‌সেম্বর ইজ‌তেমা ময়দান দখলকে কেন্দ্র ক‌রে মাওলানা জুবা‌য়েরপন্থি‌দের সঙ্গে সংঘ‌র্ষের ওই ঘটনায় দায়ের করা মামলায় শরীয়তপুর থেকে শ‌নিবার (৪ জানুয়ারি) রা‌তে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শফিউল্লাহ মক্কী শরীয়তপুরের নড়িয়া থানার ডগরী গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি রাজধানী ঢাকার মুগদা বড় মসজিদের খতিব ও সাদপন্থিদের নেতা।

পুলিশ জানায়, শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাকে রাত সোয়া ৯টায় গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামানের নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানার একটি টিম সফিউল্লাহকে গ্রেপ্তার করে টঙ্গীতে আনে।

মামলার বাদীপক্ষ জুবা‌য়ের অনুসারী (শূরায়ে নেজাম) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, শফিউল্লাহকে গ্রেপ্তার করে শরীয়তপুর থেকে টঙ্গী আনা হ‌য়ে‌ছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি শফিউল্লাহকে শরীয়তপুর থে‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

এ ঘটনায় টঙ্গী প‌শ্চিম থানায় এক‌টি হত্যা মামলা ক‌রেন মাওলানা জুবা‌য়ের অনুসারীরা। শ‌নিবার রা‌তে এই মামলার আসামি শফিউল্লাহ মক্কী গ্রেপ্তার করেছে পুলিশ।

টঙ্গীর ইজতেমা মাঠে এই দুই গ্রুপের সংঘ‌র্ষে চারজন নিহত ও শতাধিক আহত হন। এ ঘটনায় শূরায়ে নেজামের (জুবায়েরপন্থি) পক্ষ থেকে সাদপন্থি ২৯ জনকে শনাক্ত ও শত শত অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে একটি হত্যা মামলা হয়। এর আগে আসামি মুয়াজ বিন নূর ও আসামি জিয়া বিন কাসিমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App