ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২ জন কারাগারে

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৪:০৩ পিএম

ছবি : সংগৃহীত
শেরপুরের নালিতাবাড়ীতে ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানসহ গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে শেরপুর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন নালিতাবাড়ী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।
শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার নয়াবিল ইউনিয়নের মানুপাড়া গ্রাম থেকে চেয়ারম্যানকে ও নালিতাবাড়ী পৌর শহর থেকে অপরজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন চৌধুরী উপজেলার ২নং নন্নী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক। তার বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে ছাত্র হত্যা, ঢাকার মিরপুরে গার্মেন্ট কর্মী ও নালিতাবাড়ী উপজেলার আসিফ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পৃথক মামলা রয়েছে।
আরো পড়ুন : কালকিনিতে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষ
গ্রেপ্তারকৃত অপরজন হলেন গোলকীপার রবিন মিয়া। তিনি সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবুবকর সিদ্দিকের সহযোগী। তার বিরুদ্ধে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের মুহূর্তে নালিতাবাড়ী শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরসহ নাশকতার অভিযোগে মামলা রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিল্লাল হোসেন চৌধুরীকে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শ্বশুর বাড়ি থেকে ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন এবং নালিতাবাড়ী পৌর শহর থেকে রবিনকে গ্রেপ্তার করা হয়।