×

সারাদেশ

মেঘনায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, দুর্ঘটনার আশঙ্কা

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৩:৩৪ পিএম

মেঘনায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, দুর্ঘটনার আশঙ্কা

ছবি : ভোরের কাগজ

   

কুমিল্লার মেঘনা উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত একটি ব্রিজ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। থানার প্রায় ৮০ মিটার সামনে থাকা এই ব্রিজটি ভারী যানবাহন চলাচলের কারণে মাঝখানে গর্ত হয়ে পড়েছে। এর ফলে ব্রিজটি যান চলাচলের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন শত শত মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন। ভারী যানবাহনের চাপের কারণে ব্রিজের মাঝখানে বড় গর্ত তৈরি হয়েছে, যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। ইতোমধ্যেই ব্রিজ দিয়ে যান চলাচল ঝুঁকিপূর্ণ হলেও বিকল্প ব্যবস্থা না থাকায় স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে তা ব্যবহার করছেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোসা. সাবরীন মাহফুজ বলেন, "ব্রিজটি মেরামতের জন্য আমরা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করছি। এটি একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হওয়ায় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ভারী যান চলাচল নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে মেরামতের কাজ শুরু হবে বলে আশা করছি।"

স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনের প্রতি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন। তারা বলেন, "আমরা চাই, ব্রিজটি দ্রুত সংস্কার করা হোক। তা না হলে যে কোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে।"

 আরো পড়ুন : মাটির গর্তে এতেকাফ, বিতর্কে ব্রাহ্মণবাড়িয়ার রেজভী

মেঘনা উপজেলার গুরুত্বপূর্ণ এই ব্রিজটি দ্রুত মেরামত না হলে এলাকাবাসীর যাতায়াত ও পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। তবে প্রশাসনের আশ্বাসে স্থানীয়রা আশা করছেন, দ্রুত উদ্যোগ নেওয়া হবে এবং দুর্ঘটনার ঝুঁকি এড়ানো সম্ভব হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App