×

সারাদেশ

শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে : হাসনাত আবদুল্লাহ

Icon

আবু মুছা, (দেবিদ্বার) কুমিল্লা থেকে

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৮:০৪ পিএম

শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে : হাসনাত আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

   

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্ববায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শিক্ষকতাকে অবশ্যই বাংলাদেশের প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে। যাতে মেধাবীরা এ পেশায় আসতে উৎসাহি হন। শিক্ষকরা আলোকবর্তিকা হাতে সমাজে আলো ছড়িয়ে দেন। তারা শিক্ষার্থীদের তৈরি করেন। তাই শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করতে হবে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

এদিন সকাল ১১টায় বিদ্যালয়ের বিএনসিসি ও স্কাউট দলের সমন্বয়ে অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আব্দুস সবুর ও সহকারী শিক্ষক জামাল মোহাম্মদ কবিরকে গার্ড অব অনার দেয়া হয়। পরে শিক্ষকশিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছাসহ নানা উপহার দেয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে এবং শিক্ষক অলিউল্লাহ খানের সঞ্চালনায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- প্রাক্তন শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ, সহকারী শিক্ষক মিতা বেগম, আজিজুর রহমান, মোশারফ হোসেন প্রমুখ।

বিদায়ী অনুষ্ঠানে দুই শিক্ষক তাদের ৩৩ বছরের শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করেন এবং শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হওয়ার জন্য শিক্ষা অর্জনকে গুরুত্ব দেন।  সেইসঙ্গে তাগিদ দেন মোবাইল আসক্তি থেকে নিজেদেরকে মুক্ত রাখা এবং মাদক ও ইভটিজিং বর্জন করে চলা। পুরো অনুষ্ঠানটিই শোকাবহ ছিল। অনুষ্ঠান শেষে করুণ সুরে ব্যান্ড বাজিয়ে ফুলের সাজে সুসজ্জিত একটি গাড়িতে প্রিয় দুই শিক্ষককে বাড়ি পৌঁছে দেয়া হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App