×

সারাদেশ

চৌগাছার সাবেক কাউন্সিলর পিস্তলসহ গ্রেপ্তার

Icon

জিয়াউর রহমান রিন্টু, যশোর শহর থেকে

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ পিএম

চৌগাছার সাবেক কাউন্সিলর পিস্তলসহ গ্রেপ্তার

সাবেক কাউন্সিলর জিএম মোস্তফা বিশ্বাস। ছবি : ভোরের কাগজ

   

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে চৌগাছা পৌরসভার সাবেক কাউন্সিলর জিএম মোস্তফা বিশ্বাস ওরফে মোস্তকে ৩ সঙ্গীসহ ২টি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৯ ডিসেম্বর) রাতে যশোরের শহরের শেখহাটি এলাকার হাইকোর্ট মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন, সাবেক এক সেনা সদস্য মিজান, পান্না এবং ড্রাইভার রকি।

বিষয়টি নিশ্চত করে ডিবি পুলিশের এসআই শাহিন বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

ডিবি সূত্রে জানা যায়, যশোর শহরের হাইকোট মোড়ে ডাকাতদের একটি দল ডাকাতির উদ্দেশে অবস্থান করছে বলে জানতে পেরে যশোর পুলিশ সুপারের নির্দেশে এসআই শাহিন ও এসআই বিপ্লবের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি চৌগাছা পৗরসভার সাবেক কাউন্সিলর মোস্তকে ৩ জন সঙ্গী, দুটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। তাদের ব্যবহ্নত ঢাকা মেট্টো-চ (১৯ -২২৯৩ হাইএস মাউক্রো) নাম্বারের গাড়িটি জব্দ করা হয়।

এদিকে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় দুই দশক আগে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত জিএম মোস্তফা বিশ্বাস ওরফে মোস্ত একজন পেশাদার ডাকাত। সেনাবাহিনী থেকে বিতারিত হয়ে মোস্ত এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হন। পরবর্তীতে চৌগাছা পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন। দল ক্ষমতায় থাকাবস্থায় নানান অপকর্মে জড়িয়ে পড়েন তিনি। চাঁদাবাজি, ছিনতাই, আপস-মীমাংসার নামে বাণিজ্যসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

এছাড়া পুলিশ পরিচয়ে একটি ছিনতাইকারী চক্র গড়ে তোলেন। সেই চক্রটি ২০২২ সালে সাতক্ষীরায় ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতির প্রস্তুতির সময় র‌্যাব-৬ এর হাতে গ্রেপ্তার হয়। সেসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, একটি খেলনা পিস্তল, দুটি পিস্তলের কভার, একটি ওয়াকিটকি, দুটি ডিবি পুলিশের পরিচয় পত্র ও পোশাক, দুটি হ্যান্ডকাপ, দুটি পুলিশ ফিল্ডক্যাপ, একটি পুলিশ বেল্ট, একটি ভুয়া পুলিশের আইডি কার্ড, চারটি মোবাইল ফোন, অস্ত্র রাখার একটি ব্যাগ ও পিস্তল বাঁধার চেইন উদ্ধার করেছিল র‌্যাব-৬। 

সূত্র বলছে, মোস্তর এই ডাকাত দলের মূল কাজ হচ্ছে গোল্ড (সোনা) ছিনতাই বা ডাকাতি করা। মোস্তফা ছাড়াও চৌগাছা থেকে যশোর পর্যন্ত এরকম কয়েকটি গোল্ড ছিনতাইকারী চক্র রয়েছে। তবে মোস্তর দলের সদস্যরা মোস্তর নেতৃত্বে ডাকাতির প্রস্তুতিকালে এই নিয়ে দুবার গ্রেপ্তার হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App