সখীপুর
জুবায়ের পন্থীদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ পিএম

ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিভিন্ন এলাকার জুবায়ের পন্থী ওলামা পরিষদ ব্যানারে টঙ্গী ইজতেমা ময়দানে মুসল্লী নিহত হওয়ার ঘটনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার (২০ডিসেম্বর) বিকেল ৩টার দিকে তালত্বলা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার তাওহীদি জনতা নিহত মুসল্লীদের সমর্থক দাবি করেন এবং খুনিদের বিচারের দাবিতে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় মুফতি আসাদুজ্জামান তালুকদার বক্তব্যে বলেন, উপজেলার যদি কোন সাদ পন্থী থাকে, তাহলে তাকে খুনি হিসেবে গ্রেপ্তার করার জন্য প্রশাসনকে ৭২ ঘণ্টার মধ্যে যেন গ্রেপ্তার করে।
তিনি বলেন, ওই ঘটনায় দ্রুত নিরস্ত্র ঘুমন্ত জুবায়ের পন্থী মুসল্লীদের হত্যার বিচার না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন- সমাবেশের আহ্বায়ক মুফতি রফিকুল ইসলাম, উপজেলা ইমাম ও মোয়াজ্জিন সমিতির সভাপতি সামছুল আলম,মুফতি ফজলুর রহমান, মুফতি আ.রহিম মাওলানা আ.লতিফ প্রমুখ।