রেলস্টেশনের স্ক্রিনে শেখ হাসিনা-ছাত্রলীগের প্রচারণা, তদন্তে রেল কর্মকর্তারা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:২০ পিএম

ছবি: সংগৃহীত
খুলনা রেলস্টেশনের ডিজিটাল স্ক্রিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রচারণার ঘটনায় রেলওয়ের পশ্চিম জোনের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে সাগরদাঁড়ি এক্সপ্রেসে করে খুলনা এসেছেন। এ সময় তারা উপস্থিত সাংবাদিকদের এ বিষয়ে কোনো কথা বলেননি।
খুলনা রেলস্টেশন মাস্টার মাসুদ রানা রনি বলেন, খুলনা রেলস্টেশনের ঘটনায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুনকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলো- বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা রিফাত শাকিল, বিভাগীয় সিগন্যাল ও টেলিকম কর্মকর্তা সৌমিত কবীর শাওন ও বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু। তারা সবাই খুলনায় এসেছেন।
তবে তদন্ত কমিটি কতদিনে প্রতিবেদন জমা দেবে এ বিষয়ে কিছু জানাতে পারেননি রেলস্টেশন মাস্টার। শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরে আসবে; জয় বাংলা জয় বঙ্গবন্ধু; শেখ হাসিনা আবার আসবে। খুলনা রেলস্টেশন ভবনের প্রবেশ দ্বারের ডিজিটাল স্ক্রিনে এমন লেখা দি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রচারণা করা হয়।
এমন প্রচারণার একটি ভিডিও ভাইরাল হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী, জনতা ও বিএনপির নেতাকর্মীরা স্টেশনে অবস্থান নেয় এবং মাস্টারকে অবরুদ্ধ করে। এ সময় উত্তেজিত জনতা স্টেশনমাস্টার মাসুদ রানা রনি, জিআরপির থানার ওসি ও ডিআইও এর আক্রমণের চেষ্টা করে। পরবর্তী সময়ে সেখানে এক উত্তেজনাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। এর পর রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ডিজিটাল স্ক্রিনের অপারেটর আসলামকে পুলিশে সোপর্দ করা হয়।