আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ পিএম

ছবি: সংগৃহীত
সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পালিয়ে ছিলেন শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রত্যেকের বাড়ি থেকে তাদের গ্রেপ্তর করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও বিদায়সুলপানি গ্রামের রিয়াজ আলীর ছেলে সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সরিষপুর গ্রামের জদু মিয়ার ছেলে রফিক মিয়া ও বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সম্পাদক ও পূর্ব জানাইয়া গ্রামের আবুল কালামের ছেলে শামীম আহমদ।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া বলেন, আওয়ামী লীগ সরকার পতনের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাসিয়া ব্রিজের ওপর আল-হেরা শপিং সিটির ব্যবসায়ী জামায়াত নেতা আমজাদ আলীর ওপর হামলা চালিয়ে রক্তাক্ত ও জখম করেন। পোড়ানো হয় তার মোটরসাইকেলটি। পরবর্তী সময়ে তাকে ধাওয়া করে ভাঙচুর করা হয় আল-হেরা শপিং সিটি। তাদের সিলেট আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি।