জামায়াতের আমীর ডা: শফিকুর রহমান
বর্তমান শাসকগোষ্ঠী সাতক্ষীরাকে বাংলাদেশের অংশ মনে করে না

মসিউর ফিরোজ, সাতক্ষীরা থেকে
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫ এএম

ছবি: ভোরের কাগজ
সাতক্ষীরায় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সাতক্ষীরা জেলার ভাঙা চোরা খানা খন্দকে ভরা রাস্তা দেখে মনে হয়! বর্তমান শাসকগোষ্ঠী সাতক্ষীরা জেলাকে বাংলাদেশের অংশ মনে করে না। কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে সবচেয়ে বেশী রক্ত ও প্রাণ অন্য কোন জেলা দেয়নি, যার কারণে বাংলাদেশ জামায়তের ইসলামের কাছে সাতক্ষীরার অবস্থা অনন্য উচ্চতায়। একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা এমন একটা দেশ চাই যে দেশে আমার মা-বোনেরা সুরক্ষিত থাকবে। আগামীতে কোন খারাপ লোক তাদের দিকে চোখ তোলার কসরোত নাপায়। তারা ইজ্জতের সঙ্গে মর্যাদার সঙ্গে, দক্ষতা ও যোগ্যতা দিয়ে দেশের উন্নয়নে ভুমিকা রাখবে।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দেশ। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে কোনো ধর্মীয় উপসানালয়ে পাহারা দেয়া লাগবে না। তবে তিনি দেশবাসীর সতর্ক করে বলেন, সম্প্রীতির এই সুন্দর বাগানে মাঝে মাঝে ভুতোম প্যাচা ঢুকে পড়ে। বাংলার সুন্দর আকাশে মাঝে মাঝে শকুনেরও দৃষ্টি পড়ে।
শনিবার (৩০ নভেম্বর) দুপরে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে মানুষের কর্ম দেখে মর্যাদা দেয়া হবে না। মানুষকে সর্বশ্রেষ্ট জীব হিসেবে মর্যাদা দেয়া হবে। চব্বিশের বিজয় এমনিতে এমনিতে আসেনি। ২০০৬ সালের ২৮ অক্টোবর দিনের বেলায় লগি—বৈঠা দিয়ে খুনিরা আদম হত্যায় মেতেছিল। মানুষের মরদেহের ওপর তারা লাফিয়েছিল।
জামায়াতের আমীর বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর থেকে রক্তের হলি খেলায় মেতেছিল। তারা পিলখানা হত্যাকান্ড ঘটিয়েছে এবং বিচারের নামে জামায়াতের নেতৃবৃন্দকে হত্যা করেছে। যারা এর প্রতিবাদ করতে এসেছে, তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। দেশের সবচেয়ে বেশি হত্যাকান্ড সাতক্ষীরায় হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
জেলা জামায়ত ইসলামীর আমির উপাধাক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে কর্মী সম্মেলেন বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়ত ইসলামের কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় সূরা সদস্য মুহাদ্দিস আব্দুল বাশার, জেলা কর্মপরিষদ সদস্য গাজী নজরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমামুল ইসলামসহ সভাপতি আল মামুন প্রমূখ।
এর আগে ডা.শফিকুর রহমান শুক্রবার রাতে যশোর বিমান বন্দর থেকে সড়ক পথে এসে সাতক্ষীরায় সার্কিট হাউজে অবস্তান করেন। এরপর শনিবার সকালে সাতক্ষীরা পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে রোকন সম্মেলন শেষ করেন।