×

সারাদেশ

‘শেখ হাসিনাবিহীন বাংলাদেশ শান্তিতে থাকবে, এটা অনেকেরই ভালো লাগে না’

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৪১ পিএম

‘শেখ হাসিনাবিহীন বাংলাদেশ শান্তিতে থাকবে, এটা অনেকেরই ভালো লাগে না’

ছবি: ভোরের কাগজ

   

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে উত্তেজিত করার একটা পরিকল্পনা দেশি-বিদেশি একটি মহলের আছে। কেননা আওয়ামী লীগ বিহীন বাংলাদেশ, শেখ হাসিনাবিহীন বাংলাদেশ শান্তিতে থাকবে, এটা অনেকেরই ভালো লাগে না।

আর সেই কারণেই কৃত্তিমভাবে আমাদের এই দেশে রাজনৈতিক সংকট, সামাজিক সংকট, ধর্মীয় সংকট তৈরি করার এক নীল নকশা অনেকেই হাতে নিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারকরা, আমরা ষড়যন্ত্রের এই নীল নকশাকারীদের সকল তৎপরতা সম্পর্কে গভীরভাবে সজাগ আছি। 

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা সদরের গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)’র গৌরনদী পৌর শাখার প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। 

সভায় তিনি আরো বলেন, যে মিলনায়তনে বসে আমি আজকে কথা বলছি, এই মিলনায়তনের নাম হবে জুলাই-আগস্টের শহীদ মিলনায়তন। ঢাকা-বরিশালের এই হাইওয়ে দিয়ে লোকজন যাবে আর দেখবে। যেই গৌরনদীর মাটিতে আমাকে ষোল বছর আসতে দেয়া হয় নাই, এখানে দাড়িয়ে থাকা আমার সমস্ত নেতা-কর্মীদের বাড়িঘর দোকান পাট থেকে উচ্ছেদ করা হয়েছে, তাদের হাত-পা ভাঙ্গা হয়েছে, তাদেরকে নির্যাতন করা হয়েছে, মিথ্যা মামলা দেয়া হয়েছে, ঈদ-কোরবানি, বিয়ে-সাদী, সামাজিকতা করতে দেয়া হয় নাই। তাদের উপর পরিচালিত সকল নির্যাতনের প্রতীক হবে এই মিলনায়তন।

গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শরীফ শফিকুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-বরিশাল (উত্তর) জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জাহির সাজ্জাদ হান্নান, বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম কাজল, তাসলিমা বেগম, গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব মোঃ ফরিদ মিঞা, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইয়্যেদুল আলম খান সেন্টু, গৌরদনী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন রাজাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দগণ। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App