×

সারাদেশ

আইনজীবী নিহতের ঘটনায় বিক্ষোভ, আদালতসহ সব অচল করে দেয়ার হুঁশিয়ারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ পিএম

আইনজীবী নিহতের ঘটনায় বিক্ষোভ, আদালতসহ সব অচল করে দেয়ার হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

   

চট্টগ্রামে আদালতপাড়ায় চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর অনুসারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ এক আইনজীবী নিহতের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে আইনজীবীরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুরান ঢাকার জজ কোর্ট এলাকায় আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন। 

এসময় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম মিয়া ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে দুই শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।  জড়িদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন আইনজীবীরা। অন্যথায় আদালতসহ সবকিছু অচল করে দেয়ার হুঁশিয়ারি দেয়া হয়।

বিক্ষোভ মিছিল শেষে নজরুল ইসলাম বলেন, ‘‘চিহ্নিত সন্ত্রাসীরা আমার আইনজীবী ভাইকে হত্যা করেছে। ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। গ্রেপ্তার না হলে তাদের বিরুদ্ধে আইনজীবীরা ঐক্যবদ্ধ হয়ে যথাযথ ব্যবস্থা নেবে। তখন কিছু করার থাকবে না। সারাদেশের আদালতসহ সবকিছু অচল করে দেয়া হবে।’’ 

জানা গেছে, এদিন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভরত লোকজন আদালত চত্বরে প্রায় তিন ঘণ্টা পুলিশের প্রিজনভ্যান আটকে রাখেন। পরে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে রঙ্গম কনভেনশন হলের সামনে অবস্থান নেন।

আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিতে আইনজীবী ও চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সমর্থকরা একে অন্যকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করেন। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অনেকে আহত হন। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের হামলায় গুরুতর আহত হন শিক্ষানবিশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। তাকে তার সহকর্মীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম আলিফকে মৃত ঘোষণা করেন। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App