বিয়ের পিঁড়িতে বসা হলো না তামান্নার

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৫:১৯ পিএম

ছবি: সংগৃহীত
চলতি বছরের ডিসেম্বর মাসের ১৬ তারিখ বিয়ে হওয়ার কথা ছিল ইসরাত জাহান তামান্নার (২৩)। ছেলে মোহাম্মদ সাহেদ থাকেন প্রবাসে। বিয়ে অনুষ্ঠানের জন্য ঠিক করা হয়েছিল কমিউনিটি সেন্টারও। বাড়িতে চলছিল উৎসবের আমেজ। তবে সব আনন্দ-উচ্ছ্বাস ম্লান করে দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ডেঙ্গু কেড়ে নিয়েছে তামান্নার জীবন। বুধবার (২০ নভেম্বর) রাতে মারা যান তিনি।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট এলাকায় এই ঘটনা ঘটেছে। তামান্না ওই এলাকার দিদারুল আলমের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইসরাত জাহান তামান্নার সঙ্গে পারিবারিকভাবে নগরীর বলিরহাট এলাকার আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ সাহেদের বিয়ের দিনক্ষণ ঠিক হয়। সাহেদ প্রবাসী। বিয়ের অনুষ্ঠানের জন্য ঠিক করা হয়েছিল কমিউনিটি সেন্টারও। কিন্তু কিছুদিন আগে হঠাৎ তামান্নার গায়ে জ্বর দেখা দেয়। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হতে লাগলে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করালে তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে। পরে তাকে নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করানো হয়। সেখানেও অবস্থার অবনতি হতে থাকলে আরেকটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। দুদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান।
তামান্নার মামা শাহেদ মিয়া বদি বলেন, ‘মনকে বোঝাতে পারছি না। ভাগ্নিকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু ভুল চিকিৎসার কারণে আমার ভাগ্নি মারা গেলো।’
তিনি আরো বলেন, ‘যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সে ওমানে থাকে। বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশে আসছে। কিন্তু দুঃখের বিষয় ভাগ্নি পৃথিবীতে আর নেই।’