×

সারাদেশ

ছাত্র-জনতার আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে মেঘনা উপজেলা প্রশাসনের সভা

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৭:৫৭ পিএম

ছাত্র-জনতার আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে মেঘনা উপজেলা প্রশাসনের সভা

ছবি: ভোরের কাগজ

   

কুমিল্লা মেঘনা উপজেলায় ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে একটি বিশেষ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে 'মেঘনা উপজেলা প্রশাসন। 

বুধবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আন্দোলনের সেই বিভীষিকাময় অধ্যায়ে যারা জীবন উৎসর্গ করেছেন ও যারা আহত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর জন্য এ আয়োজন করা হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেন- মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা হ্যাপী দাস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান, কৃষি কর্মকর্তা মো. শাহে আলম, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিলসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মেঘনা উপজেলায় ২ জন শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন ৭ জন। সভায় মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা হ্যাপী দাস জানান, সরকার পক্ষ থেকে শহীদদের পরিবার এবং আহতদের সহযোগিতা প্রদানের নানা পদক্ষেপ নেয়া হবে।

স্মরণসভায় নিহতদের পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন। সেই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

উপজেলা প্রশাসনের এ আয়োজন সকলের মধ্যে একটি গভীর আবেগের সঞ্চার সৃষ্টি করেছে। আহত এবং শহীদ পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, সেই সঙ্গে প্রশাসনের এমন উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন।

মেঘনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই স্মরণসভা ছিল শহীদ ও আহতদের প্রতি এক হৃদয়স্পর্শী শ্রদ্ধা নিবেদন, যা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App